DailyBarishalerProhor.Com | logo

৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ

প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৫, ২০:৪০

গলাচিপায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত দুই গৃহবধূ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় একই দিনে তিনজন সাপের কামড়ে আহত হয়েছেন। এদের মধ্যে মো. আবুল বশার হাওলাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আবুল বশার উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল গ্রামে।

অন্যদিকে, উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২)এবং গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগম (৫০) সাপে কামড় দেয়। এদের মধ্যে লাইলীর অবস্থা অবনতী হলে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার ছোট চরকাজল গ্রামের কৃষক বশার গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে সাপে কামড় দেয়। পরে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা স্থানীয় কবিরাজ এনে ঝাড়ফুক দিলেও বশারের কোন উন্নতি না হয়ে উলোটা অবস্থার অবনতি হয়। এসময় মুমূর্ষু অবস্থায় বশারকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, আজ সাপের কামড়ে আহত হয়ে তিনজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে বশার হাওলাদার হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। অপর দুই নারী লাইলী বেগম ও হাজেরা বেগম সাপের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে লাইলী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হাজেরা বেগম বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।