রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী আব্দুস সাত্তার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে পুলিশ ওই ব্যক্তির নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। কৃষক সাত্তার শুক্তাগড় গ্রামে গ্রামের মৃত নিজাম উদ্দিন হাওলাদারের ছেলে।
সাত্তারের বড় ভাই জুলফিকার হাওলাদার জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে ঝগড়া করে গত ২৭ সেপ্টেম্বর বিষপান করে সাত্তার। বিষ পানের ওই সময় কম আক্রান্ত হওয়ায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু সোমবার সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশাল নেওয়ার পরামর্শ দেন। অর্থ সংকটের কারনে টাকা জোগাড়ের জন্য তাকে বাড়িতে নেয়া হয়।
কিন্তু সোমবার গভীর রাতেই তার মৃত্যু হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের কার্যক্রম শেষে মঙ্গলবার বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় রাজাপুর থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত