DailyBarishalerProhor.Com | logo

১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১৮:২৪

মঠবাড়িয়ায় স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেশীয় অস্ত্রের মুখে অপহরণ করে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নয়ন মোল্লা (১৯) ও আরিফুল ইসলাম (২০) নামে দুই তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পৌর শহরের কল্লাকাটা ব্রিজসংলগ্ন ইলিয়াসের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার নয়ন উপজেলার সাপলেজা গ্রামের মজিবর মোল্লার ছেলে ও আরিফুল জরিপেরচর গ্রামের মৃত বাদশার ছেলে।

থানা সূত্রে জানা গেছে- পৌর শহরের এক ব্যবসায়ীর মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী রাত সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। এ সময় দেশীয় অস্ত্রের মুখে অপহরণ করে কল্লাকাটা ব্রিজসংলগ্ন ইলিয়াসের বাসায় নিয়ে তাকে আটকে রাখা হয়।

এর পর নয়ন মোল্লা ও আরিফুল ইসলাম গভীর রাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে।

এদিকে ওই ছাত্রী বাসায় না ফেরায় তার পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে পুলিশকে অবহিত করা হয়।

এরপর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইলিয়াসের বাসা থেকে দুই তরুণকে রাত সাড়ে ৩টার দিকে আটক করে এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, এ ঘটনার মামলা নেয়া হয়েছে। স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার দুপুরে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।