নিজস্ব প্রতিবেদক !! করোনা ভাইরাসের প্রভাবে চলমান অর্থনৈতিক মন্দা ও দরিদ্র মানুষ এবং নিজস্ব কর্মীদের অবস্থা বিবেচনা করে বরিশাল জেলায় কর্মরত এনজিওর কিস্তি আদায় আপাতত বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
গতকাল তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজ এ সক্রান্ত একটি লেখা পোষ্ট করেন। সেখানে তিনি উল্লেখ করেন,“করোনা প্রতিরোধে দরিদ্র মানুষ এবং নিজস্ব কর্মীদের অবস্থা বিবেচনা করে বরিশাল জেলায় কর্মরত এনজিওর কিস্তি আদায় আপাতত বন্ধ রাখার অনুরোধ করা হলো”।
গরিব মানুষের জন্য এ ধরনের একটি স্বস্থিকর খবর মিডিয়ার মাধ্যমে চাউর হলেও থেমে নেই এনজিও কর্মিরা। কিস্তির জন্য বল প্রয়োগ করছেন তারা। ফলে দিশেহারা অবস্থায় পড়ে গেছে খেটে খাওয়া মানুষেরা। বরিশাল মহানগরীর ৩০ নং ওয়ার্ড বাসিন্দা সিএনজি গাড়ির ড্রাইভার সুজন জানান,রোডে যাত্রী কম থাকায় গাড়ির জমা টাকা এবং ভাত খাওয়ার চালের টাকাই পাওয়া যাচ্ছে না। তার ওপর ডিসি নিষেধ করার পর ‘আশা’সমিতি কিস্তির জন্য সোমবার সকালে চাপ প্রয়োগ করে টাকা আদায় করে নিয়েছে। এখন যার কাছ থেকে ধার করে টাকা নিয়েছি সে আবার চাপ দিচ্ছে। রোডেও যাত্রী মেলে না। কি করবো জানি না ভবিষ্যতে কি হয়? কাশিপুর ২৯ নং ওয়ার্ড বাসিন্দা ফাতেমা বেগম জানিয়েছেন কিস্তি দিতে না পারায় তার পরিবারকেও হুমকি দিয়ে গেছে পদক্ষেপ নামে এনজিও। অথচ করোনার প্রভাবে আয় রোজগার কমে গেছে তার পরিবারের। এখন উপায়ন্ত দেখছেন বলে জানিয়েছেন ভূক্তভোগি ও নারী।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত