নিজস্ব প্রতিবেদক !! ৩১ মার্চ ২০২০ইংঃ বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, সাগর চৌধুরীর উপর অতর্কিত হামলা করেছে একদল সন্ত্রাসী।
জানা যায়, সাগর চৌধুরী ভোলা বোরহানউদ্দিন তার নিজ বাড়ি অবস্থানকালে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে নাবিল ও আর এক সন্ত্রাসী মিলে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর আহত করে। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
সাগরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সম্মিলিত সাংবাদিক পরিষদ – এসএসপি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, কার্যকর সভাপতি কলিম এম জায়েদী, সিনিয়র সহ সভাপতি শাহ আলম শাহী, সহ সভাপতি রোমান চৌধুরী,শেখ মোহাম্মাদ ওবাইদুল কবির, রাবেয়া আক্তার, সাধারণ সম্পদক জালাল উদ্দিন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু, নাছিম শরীফ, জিয়াউর রহমান জিয়া, সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলম সুমন, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ফারুক হোসেন, সহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বলেন মহামারী করোনাভাইরাসের গ্রাসে যখন সারা বিশ্ব সহ বাংলাদেশ তখনো সাংবাদিকরা সন্ত্রাসীদের হাতে নিরাপদ নয়। তাই আমরা সাংবাদিক সাগর চৌধুরীর উপর হামলা কারীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের দাবী করছি।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত