DailyBarishalerProhor.Com | logo

১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমার নদী বিষখালী

প্রকাশিত : জানুয়ারি ১২, ২০১৯, ১৭:২১

আমার নদী বিষখালী

আমার নদী বিষখালী

(মোঃ মেহেদী হাসান)

মনের যত সুখের কথা

ছিল যত গোপন ব্যথা

সব আলাপন তোমার তরে,

তোমার সাথে গল্প জুরে

দিন কাটাতাম চুপিস্বরে।

নিজেকে কখনো লাগলে একা,

ছুটে যেতাম পেতে তোমার দেখা।

-হে আমার প্রিয় বিষখালী।

সুখের কথা শুনে তুমি

মিষ্টি করে হাসতে,

দুঃখের কথা শুনে তুমি

ঢেউ তুলে কাঁদতে।

তোমার জলে আমার জল

মিশে একাকার,

মিষ্টি জলে নোনা জল

করত টলমল।

-হে আমার প্রিয় বিষখালী।

তোমার আমার খুব যে মিল

আবার রয়েছে বেশ কিছু অমিল।

এক বুক জল নিয়ে তোমার চলাচল

জলের খেলা তোমার বুকে চলছে অবিরল,

আমি একবুক কষ্ট নিয়ে করছি হাহাকার

কষ্টগুলো বুকের ভিতর বিধছে বারবার।

কষ্টগুলো বোঝার মত নেই কেও আমার,

বুজেছ কি তুমি একটিবার ?

-হে আমার প্রিয় বিষখালী।

একূল ভেঙ্গে ওকূল গরছ

এইযে তোমার খেলা,

অবিরত ভাঙ্গন কূলেই চলছে

আমার এ জীবন ভেলা।

তোমার বুকে দুঃখ এলে

সুখের স্রোত তাহা নিয়ে যায় ঠেলে,

এ বুকের দুঃখগুলো আটকে আছে বাঁধে

দুঃকগুলো বুকের ভিতর শুধুই ঢেউ তোলে।

-হে আমার প্রিয় বিষখালী।

তোমার মনের কথাগুলো

সবই বুঝতাম আমি,

আমার মনের কথাগুলো

বুকে চাঁপা ব্যথাগুলো

কখনো বুঝেছ কি তুমি?

সুখ-দুঃখ বঝার জন্য

নেই তুমি মোর পাশে,

যাব কবে তোমার তীরে

দিন গুনি সেই আশে।

-হে আমার প্রিয় বিষখালী।

শহরের এই ইট পাথরে আজ আমি বন্দি

যুগের সাথে তাল মিলাতে করছি সন্ধি।

কিন্তু বিশ্বাস করো বিষখালী

তুমি ছাড়া এ জীবন পুরোটাই খালি।

যাব আবার ফিরে

তোমার মনকাড়া ঐ তীরে,

আশায় আছি আমি

বিশ্বাস রেখো তুমি।

-হে আমার প্রিয় বিষখালী।

………………………………….

কবিতার পাতা

সম্পাদনাঃ

বাংলাদেশ তরুন লেখক পরিষদ

প্রকাশকঃ

তরফদার প্রকাশনী, ঢাকা।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।