DailyBarishalerProhor.Com | logo

২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরের কালিহাতার রাস্তা যেন মরণ ফাঁদ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশিত : আগস্ট ০৭, ২০১৯, ২১:৪৪

উজিরপুরের কালিহাতার রাস্তা যেন মরণ ফাঁদ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামের প্রতিটি শাখা রাস্তা গুলির বেহাল দশা। যেন মরন ফাঁদে পরিনত হয়েছে। চরম ভোগান্তিতে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়,  উত্তর কালিহাতা রাইস মিল টু দঃকালিহাতা মৃধা বাড়ী পর্যন্ত ২ কিঃমিঃ, উঃকালিহাতা রাড়ী বাড়ী টু দঃকালিহাতা কুদ্দুস মেম্বরের বাড়ী পর্যন্ত ৩ কিঃমিঃ, উঃকালিহাতা মানিক বাজার টু দঃকালিহাতা কে.বি.জি স্কুল পর্যন্ত ৩ কিঃমিঃ, দঃকালিহাতা নাসির হাওলাদারের বাড়ী টু কালিহাতা দিঘিরপার পান্নু সরদারের বাড়ী পর্যন্ত ১কিঃমিঃ, দঃকালিহাতা সুলতান শিয়ারীর বাড়ী টু পূর্ব বামরাইল বাসা বাড়ী পোল পর্যন্ত ২ কিঃমিঃ ঐ সকল রাস্তার কয়েক যুগ ধরে বেহাল দশায় পরে আছে।

ওই বেহাল রাস্তার আওতায় রয়েছে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, এতিমখাঁনা, মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা পায়ে হেটে স্কুল ও মাদ্রাসায় যাওয়ার সময় পা পিছলে পরে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে। রাস্তার বেহাল দশার কারনে এলাকায় আগুন লাগলে আগুন নিয়ন্ত্রনের জণ্য ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারছেনা। রাস্তা গুলি ভেঙ্গে বেহাল দশা হওয়ায় যান্ত্রিক গাড়ী চলাচল করতে পারছেনা তাই গর্ভাবস্থা মহিলাদের সঠিক সময়ে হাসপাতালে নেয়া সম্ভব হচ্ছেনা।

এ ব্যাপারে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুখতার হুসাইন জানান, একটু বৃষ্টি হলেই রাস্তায় হাটু সমান কাদা হয়ে যায় তাই দুর্ঘটনার ভয়ে প্রতিদিন মাদ্রাসায় আসতে পারছেনা কোমলমতি শিক্ষার্থীরা। আরো জানা যায় কয়েক যুগ ধরে এলাকার জনগন চরম ভোগান্তিতে রয়েছে।

এ ছাড়াও গাড়ী চলাচল করতে পারছেনা। এমনকী ভ্যান গাড়ী চলার মত পরিবেশ নেই। রোগীসহ সকল মানুষকে পায়ে হেটে যেতে হয় বিভিন্ন স্থানে। কৃষকরা ধান, চাল, সবজি বাজারজাত করতে চরম ভোগান্তিতে পরতে হয়। তাদেরকে এলাকায় কম দামে বিক্রি করতে হচ্ছে। স্থাণীয় সুত্রে আরো জানা যায় প্রতিনিয়ত ঐ সকল রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ চলাচল করে। এর মধ্যে দুটি রাস্তায় ১৫ বছর পূর্বে ইটের সলিং দেয়া হয়েছিল কিন্তু বর্তমানে রাস্তায় আর ইঁট খুজে পাওয়া যাচ্ছেনা।

এক অভিবাবক বলেন, আমার সন্তান আমাকে বলে মা গতকাল বৃষ্টি হয়েছে, রাস্তায় কাদা হয়েছে আমাকে ১০ টাকা টিফিন খেতে দিলেও মাদ্রাসায় যাবোনা।

তিনি আরো বলেন, রাস্তায় দুর্ঘটনার ভয়ে শিক্ষার্থীরা রিতিমত স্কুল মাদ্রাসায় যেতে পারছেনা। তিনি প্রশ্ন রাখেন স্কুল,মাদ্রাসায় প্রতিদিন যদি শিক্ষার্থীরা না যায় তাহলে কিভাবে এই এলাকার মানুষ নিরক্ষতার ছাপ মুছে ফেলে শিক্ষিত হবে।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া লেগেছে প্রতিটি শহর ও গ্রামে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দ্রুত ঐ সকল কাচাঁ মাটির রাস্তা গুলি পাকাঁ রাস্তা নির্মানের দাবীতে এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এমপি মোঃ শাহে আলমের সু-দৃষ্টি কামনা করেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।