DailyBarishalerProhor.Com | logo

২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ধৈর্যের প্রতিদান জান্নাত

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০১৮, ০০:৪৮

ধৈর্যের প্রতিদান জান্নাত

মাওলানা কামরুল হাসান নেছারী

[ছবর বা ধৈর্যের পরিচয়]

ছবর আরবী শব্দ ৷ এর শাব্দিক অর্থ হল ধৈর্য ৷
ছবর বা ধৈর্য ধারণ করা মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনে বিপদ-মুসিবত নেমে আসলে অস্থিরতা প্রকাশ করা যাবে না। বরং ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি আল্লাহ পাকের নিকট প্রতিদান পাওয়ার আশা করতে হবে।

হযরত ইমাম আহমদ বিন হাম্বল (রহঃ) বলেন, “আল্লাহ পাক কুরআনে নব্বই স্থানে সবর সম্পর্কে আলোচনা করেছেন।”

হাদীছ শরীফে বর্ণিত হয়েছে,
“ছবর বা ধৈর্য হল জ্যোতি।” (মুসনাদ আহমদ ও মুসলিম)

ছাইয়্যিদুনা হযরত উমর ফারুক (রাদ্বি:) বলেন,
“সবরকে আমরা আমাদের জীবন-জীবিকার সর্বোত্তম মাধ্যম হিসেবে পেয়েছি।” (বুখারী শরীফ )

সাইয়্যিদুনা মাওলা আলী (রাদ্বি:) বলেন, “ঈমানের ক্ষেত্রে সবরের উদাহরণ হল দেহের মধ্যে মাথার মত।” এরপর আওয়াজ উঁচু করে বললেন, “যার ধৈর্য নাই তার ঈমান নাই।”

আবু সাঈদ খুদরী রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
“আল্লাহ তায়ালা ধৈর্যের চেয়ে উৎকৃষ্ট এবং ব্যাপকতর দান কাউকে দেন নি।” (সুনান আবু দাঊদ, অনুচ্ছেদ: নিষ্কলুষ থাকা। হাদীছ শরীফ খানা ছহীহ)

[আল্লাহ পাকের ঘোষণা]
মহান আল্লাহ পাক বলেন, ‘আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ও ক্ষুধা দিয়ে, ধন-সম্পদ ও শস্যের অভাব দিয়ে, আর জীবনের ক্ষতি দিয়ে। সুসংবাদ দাও ধৈর্যশীলদের। ’ (সূরা বাকারা : ১৫৫। ) সুখের সময় আনন্দে আত্মহারা না হয়ে কৃতজ্ঞতার শির অবনত করা আর দুঃখের সময় কষ্টে মুষড়ে না পড়ে ধৈর্যের পরিচয় দেওয়া অনুগত বান্দার একান্ত কর্তব্য। এ সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘কোনো বিপদ এলে যারা বলে, আমরা আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে- এদের ওপর তাদের প্রভুর প্রেম ও দয়া অঝোর ধারায় বর্ষিত হবে। আর জেনে রাখ! এরাই সঠিক সুপথগামী। ’ (সূরা বাকারা : ১৫৬-৫৭। ) সবরের আলোচনায় প্রখ্যাত ইবনে কাসির (র.) বলেন, ‘বিপদে-আপদে হতাশ না হয়ে ধৈর্য অবলম্বন করা ওয়াজিব। ’ দলিল হিসেবে তিনি এ আয়াত পেশ করেন। আল্লাহ বলেন, ‘ওহে তোমরা যারা ইমান এনেছ! তোমরা সবর ও সালাতের মাধ্যমে সাহায্য চাও; নিশ্চয় আল্লাহ সবরকারীদের সঙ্গে রয়েছেন। ’ (সূরা বাকারা : ১৫৩)। হাদিস শরিফে এসেছে, ‘রসুল (সা.) কোনো মুসিবতে পড়লে হা-হুতাশ করতেন না। তিনি (সা.) সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন। ’ (তাফছীরে ইবনে কাছীর)।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।