ঝালকাঠি প্রতিনিধি ॥ঝালকাঠিতে পৈত্রিক জমি নিয়ে দন্দ্বের জের ধরে সৎ ছেলের হামলায় মাসহ একই পরিবারের চারজন সদস্য আহত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কৃষ্ণকাঠি এলাকার সিকদার বাড়ির মৌজে আলী সিকদারের পরিবারের দু’গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হল মৌজে আলী সিকদারের স্ত্রী হাসিনা বেগম (৬০), মেয়ে শিউলী বেগম, পুত্র বধু রাসিদা বেগম ও বাকপ্রতিবন্ধী আফজাল (২৫)। ঝালকাঠি সদর থানায় অভিযোগ সুত্রে জানাযায়, শহরের কৃষ্ণকাঠি মৌজে আলী সিকদারের জমিজমা নিয়ে তার ছেলে মেয়েদের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। শুত্রবার দুপুরে মৌজে আলী সিকদারের ছেলে মন্নান সিকদার নিজের ঘরে টিনের ছাউনি দিচ্ছিল। এমন সময় তার সৎত ভাই শাজাহান সিকদার, তার জামাল সিকদার, ইমরান খান, মেহেদী খান, জহিরুল খান, রোকেয়া বেগম ওরফে টিয়া, রেবা বেগম, লাকি বেগম মন্নান সিকদারকে রড দিয়ে পিটিতে থাকে এমন সময় তার মা, স্ত্রী ও বোন এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এতে অনেকেই মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্নস্থানে আহত করে। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মৌজে আলী সিকদারের ছেলে মজিবর সিকদার বলেন, আমাদের বড় ভাই শাহজাহান সিকদার আমাদের অপর ভাই মন্নান সিকদারের ঘরে জমি পাবে বলে দাবী করে আসছিল। অনেকবার এ নিয়ে বসেও এর কোন সুরাহা করতে পারিনি। সে ত্চ্ছু ঘটনায় ভাইকে মারার পাশাপাশি আমার বৃদ্ধ বাবা, মা, বোন, ভাবি এমনকি বাক প্রতিবন্ধী ছোট ভাইকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যপারে শাহজাহান সিকদার বলেন, আমাদের পারিবারিক জমি নিয়ে দীর্ঘ দিন যাবত ধরে বিরোধ চলে আসছিল। ঐ জমিতে প্রবেশে আদালতের নিষেধাজ্ঞা জারী থাকায় আমি তার কাজে বাধা দিয়েছি। টিন ফেরে দিয়েছি। তারা আমি ও আমার ছোট ভাইকে মেরেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যপারে ঝালকাঠি সদর থানার ওসির মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি পোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া য়ায়নি।
‘এমপি আনার হত্যা: ঝিনাইদহ আওয়ামী লীগের আরও নেতা নজরদারিতে’
প্রতিষ্ঠাতা: প্রহর ডেস্ক ।। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায়......বিস্তারিত