DailyBarishalerProhor.Com | logo

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আরও একবছর পররাষ্ট্র সচিব শহীদুল হক

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০১৮, ১৭:৪০

আরও একবছর পররাষ্ট্র সচিব শহীদুল হক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শহীদুল হকের অবসরোত্তর ছুটি বাতিল করে একই পদে তাকে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

এই নিয়োগের কথা জানিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে।

আগামী ৩০ ডিসেম্বর পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে।

চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

তাকে নিয়ে জনপ্রশাসনে এখন জ্যেষ্ঠ সচিব ছয় জন।

২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ওই বছরের ১৯ জুলাই সচিব পদে পদোন্নতি পান তিনি। এবছরের ৩০ জুলাই তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।

১৯৮৪ সালের পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তা ২০০১ সাল থেকে বিশেষ ছুটিতে আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কাজ করেন।

দেশে ফেরার আগে জেনেভায় আন্তর্জাতিক অভিবাসী সংস্থার ‘আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারিত্ব’ শাখার পরিচালকের দায়িত্বে ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নেওয়া শহীদুল ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রি নেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় কর্মকর্তা, যিনি কখনো রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেননি। তার আগে তৌহিদ হোসেন ডেপুটি হাই কমিশনার পদ থেকে সচিব হয়েছিলেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।