DailyBarishalerProhor.Com | logo

৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময়

প্রকাশিত : সেপ্টেম্বর ১৯, ২০১৮, ২১:৩৬

বাবুগঞ্জে মাদক বিরোধী সমাবেশ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার !! যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ার অঙ্গীকার
“বাবুগঞ্জে কেদারপুর যুব সংঘের উদ্যোগে
মাদক বিরোধী এক ব্যতিক্রমী সমাবেশ
অনন্য ও অনুকরণীয় বললেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ পরিচালক,
কেদারপুরবাসী মিলাও হাত, মাদকব্যাধি নিপাত যাক স্লোগানকে সামনে রেখে বাবুগঞ্জে মাদকের আগ্রাসন প্রতিরোধ করতে এবার মাঠে নেমেছে স্থানীয় যুব সমাজ। কেদারপুর যুব সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার মাদক নির্মূলে শুরু হয়েছে গণআন্দোলন। যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার তাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী এক ব্যতিক্রমী সমাবেশ। যুবকদের ওই আহবানে সাড়া দিয়েছেন বাবুগঞ্জ থানা পুলিশ ও বরিশাল জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্যভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ পরিচালক, (মলয় ভুষন চক্রবর্তী)। কেদারপুর যুব সংঘের সভাপতি মোঃ মাসুম আকন্দের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর উকিল(মোঃ মোসাদ্দেক হোসেন বিল্লাহ) যুব সংঘের সহ সম্পাদক(মামুন) সঞ্চালনায় এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন আয়োজক কেদারপুর যুব সংঘের সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসাইন, প্রচার সম্পাদক (সজিব), সহ-সম্পাদক নিয়াজ আহমেদ অভি, মধ্যভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালইয়ের প্রধান শিক্ষক (মিজানুর রহমান)প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতাকালে বরিশালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ পরিচালক, (মলয় ভুষন চক্রবর্তী)বলেন, স্থানীয় যুবকদের উদ্যোগে মাদক বিরোধী এই আয়োজন সত্যিই অনন্য এবং অনুকরণীয়। যুব সমাজ জেগে উঠলে সব অসম্ভবকে সম্ভব করতে পারে। দেশে মাদক আজ ভয়াবহ এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই ব্যাধি সম্পূর্ণ নির্মূল করতে হলে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রত্যেকটি সচেতন মানুষ যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হলেই মাদকের অভিশাপ মুক্ত হবে সমাজ। এসময় সমাবেশের প্রধান অতিথি বরিশালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপ পরিচালক ও স্থানীয় কেদারপুর যুব সংঘের সভাপতি মোঃ মাসুম আকন্দের নেতৃত্বে যেখানে মাদক সেখানেই প্রতিরোধ গড়ার অঙ্গীকার করেন উপস্থিত সবাই।
প্রচারে কেদারপুর যুব সংঘ


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

রোকেয়া মঞ্জিল, সিএন্ডবি রোড, কাজীপাড়া, বরিশাল ।

মোবাইলঃ ০১৭৬১৮৭১৭৬৭, ০১৭১১৬৫৯২৬৮

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা মন্ডলীর সভাপতি: ডাঃ তুলিপ রায়

  • মোবাইলঃ ০১৭১১৬৫৯২৬৮

  • মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৮
    • সম্পাদক ও প্রকাশক : মোঃ সোহেল রাঢ়ী
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।