স্টাফ রিপোর্টার !! দুই মাস দুই দিন পর আনুষ্ঠানিকভাবে বুধবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ১১ হাজার ৯৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ধানের শীর্ষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৭৬ ভোট। এছাড়া কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন প্রার্থীকে একইসাথে বিজয়ী ঘোষনা করা হয়। এদিকে ১২৩ কেন্দ্রের মধ্যে মোট নয়টি কেন্দ্রে অনিয়মের কারনে ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে আগামী ১৩ অক্টোবর নির্বাচন হবার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুলাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলেও মেয়র পদে কাউকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষনা করা হয়নি। নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত টিম গত ১ অক্টোবর রিপোর্ট জমা দেয়ার পর বুধবার দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে এ ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনিয়মের অভিযোগে ফলাফল বাতিল ঘোষণার পর পূর্ণরায় নির্বাচন অনুষ্ঠিত হওয়া নয়টি কেন্দ্রগুলো হলো, ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার (পুরুষ), ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের সরকারী মহিলা কলেজ (মহিলা) ও সদর রোডের সিটি কলেজ (পুরুষ), ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৩ নম্বর ওয়ার্ডের চৌমাথা আরএম সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় (পুরুষ), ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় এবং ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র।
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
