DailyBarishalerProhor.Com | logo

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মেয়র সাদিক আব্দুল্লাহ’র আশ্বাসে আন্দোলন থেকে সরে গিয়েছে শিক্ষার্থীরা

প্রকাশিত : আগস্ট ০৫, ২০১৮, ২৩:৪২

মেয়র সাদিক আব্দুল্লাহ’র আশ্বাসে আন্দোলন থেকে সরে গিয়েছে শিক্ষার্থীরা

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নবনির্বাচিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র আশ্বাসে আন্দোলন থেকে সরে গিয়েছে শিক্ষার্থীরা।

 

রোববার (৫ আগস্ট) বেলা পৌনে ১টার দিকে বরিশাল নগরের চৌমাথা এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীরা কর্মসূচি থেকে সরে যাওয়ার ঘোষণা দেয়।

 

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বরিশাল-ঢাকা মহাসড়কের দু’পাশে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন শুরু করে শিক্ষার্থীরা।

 

কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা সড়কের পাশেই হাতে প্ল্যাকার্ড নিয়ে কখনও দাঁড়িয়ে, কখনও বসে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

 

পরে বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনস্থলে আসেন বিসিসি’র নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমরা সবাই নিরাপদ সড়ক চাই। তোমাদের দাবির সঙ্গে আমরাও একমত। তোমাদের সব দাবি পূরণসহ দোষীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমি আশা করছি তোমরা আন্দোলন প্রত্যাহার করে নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাবে এবং লেখাপড়ায় মনোনিবেশ করবে।

 

এরপরই শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে নগরের চৌমাথা এলাকা ত্যাগ করতে শুরু করে।

 

অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা ১টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এদিকে রোববার থেকে শুরু হওয়া বিশেষ ট্রাফিক সপ্তাহের কারণে নগরজুড়ে পুলিশের বাড়তি তৎপরতা ছিলো চোখে পড়ার মতো।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।