ডেস্ক রিপোর্ট।। বোস্টনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সভা করেছেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড(সিআরপি) পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর।
রোববার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের সন্নিকটে বেডফোর্ডের একটি মিলনায়তনে আমেরিকান ফ্রেন্ডস অব সিআরপির আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বোস্টনের আবাসন ব্যবসায়ী সৈয়দ নুরুজ্জামান এবং সঞ্চালনা করেন সাফোল্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওদুদুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বোস্টন ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহর থেকে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বক্তারা ভ্যালেরি অ্যান টেইলরকে বাংলাদেশের মাদার তেরেসা বলে উল্লেখ করেন। তারা বলেন, ভ্যালেরির কাজ দেখে মুগ্ধ হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।
ভ্যালেরি টেইলর বলেন, আপনাদের ভালোবাসায় আমি বাংলাদেশে পক্ষাঘাতগ্রস্ত মানুষকে পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছি।আমার বাকি সময়টাও মানবসেবায় নিয়োজিত করব। আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন।
******************************************************************************************************************************************
[প্রিয় পাঠক, বরিশালের প্রহর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন barishalerprohor.news@Gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
