ডেস্ক রিপোর্ট !! আজ শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউট আয়োজিত ষষ্ঠ কনভেনশনে শেখ হাসিনা বলেন টানা দুই মেয়াদে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তৃতীয় মেয়াদ জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো; কিন্তু ভোট না দিলে বলতে পারি না যে আবার ক্ষমতায় আসবো। তখন প্রধানমন্ত্রী কৃষিবিদদের উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা করবেন। তিনি আরও বলেন, আমরা চাই কৃষকরা যেন আরো ভালোভাবে চাষ করতে পারে। একসময় সারের দাবি করতে গিয়ে কৃষক মারা গেছিলো, এখন সার কৃষকের হাতে পৌঁছে যায়। কৃষি উপকরণ কার্ড দিয়েছি। সেসব দিয়ে যাতে উপকরণ কিনতে পারে সেই চেষ্টা আমরা করেছি। সারের দাম কমিয়ে দিয়েছি।
এরপর শেখ হাসিনা বলেন, আমাদের কখনো বলতে হয়নি; কাকে, কখন কি দিতে হবে? কতটুকু সুযোগ দিতে হবে? সেই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন আছে। তবে পেলেই যে সব চাইতে, হবে সেটা ঠিক না। সকলকেই দেশের কাজের জন্য প্রয়োজন সকলকেই দেশের জন্য কাজ করতে হবে।
‘আমরা ১৭ বছর আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি’
প্রতিষ্ঠাতা: মো. রিয়াদ হোসাইন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ‘একটি মহল নির্বাচন বানচালের......বিস্তারিত
