DailyBarishalerProhor.Com | logo

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ছবির উৎসবের বিচারক নোমান রবিন

প্রকাশিত : জানুয়ারি ০৩, ২০১৯, ০৯:৫১

যুক্তরাষ্ট্রে ছবির উৎসবের বিচারক নোমান রবিন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও টেক্সাস অস্টিনের দুটি পৃথক চলচ্চিত্র উৎসবের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক নোমান রবিন। চলচ্চিত্র উৎসবের একটির নাম লস অ্যাঞ্জেলেস আন্ডার দ্য স্টার ফিল্ম ফেস্টিভ্যাল এবং অপরটি হচ্ছে অস্টিন আন্ডার দ্য স্টার ফিল্ম ফেস্টিভ্যাল।

এ দুটি চলচ্চিত্র উৎসবের শুরু থেকে জড়িত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা টিজে ফারায়েজি। একজন বিচারক প্রতিবছর আরেকজন নতুন বিচারককে মনোনীত করতে পারেন যোগ্যতার ভিত্তিতে। টিজে আমেরিকান ডকুমেন্টারি প্রডাকশন নিয়ে এসে বাংলাদেশে নোমান রবিনকে দিয়ে নির্মাণ করান।

টিজে রবিন প্রসঙ্গে বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার পিতা-মাতার দেশে এমন কাজপাগল সৃজনশীল মানুষ থাকতে পারে। যারা সৃজনশীলতাকে তাদের ধর্ম মনে করে। আমি ও আমার আমেরিকান প্রযোজক রীতিমতো মুগ্ধ নোমানের কাজে। ব্লসম ফর এসের মতো এত বড় প্রোডাকশন, সে কত সহজে, ঠান্ডা মাথায় মাত্র চার মাসে নামিয়ে দিল! আমেরিকায় যা এক বছরের আগে নির্মাণ করা অসম্ভব। পারলেও অনেক অনেক টাকার ব্যাপার। তাই আমি নোমানকে অনুরোধ করেছি, আমাদের ফেস্টিভ্যালের একজন বিচারক হতে। ওর দেখা দরকার বর্তমানে আমেরিকার স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা কী বানাচ্ছে আর বাংলাদেশের নির্মাতারা কী বানাচ্ছে। আমাদের যোগ্যতা ও তাদের যোগ্যতা পরখ করার সময় এসেছে।’

ফেস্টিভ্যাল পরিচালক আলী আলকাফাজি বলেন, “আমি ‘ব্লুসম ফ্রম এশেস’ ছবিটি অস্টিনে প্রযোজক অ্যালেক্সের বাসায় দেখেছি। আমি একজন আমেরিকান প্রযোজক, চলচ্চিত্রের ব্যবসা ও প্রসারের সঙ্গে জড়িত। আমি নিজেও অবাক এত বড় বিষয়, এত চটজলদি, এত নিখুঁতভাবে ও মোহনীয় ভঙ্গিতে নির্মাণ করা যায়? নোমানকে আমাদের ফেস্টিভ্যালের একজন বিচারক হিসেবে পেয়ে ভীষণ আনন্দিত। আমরা আশা করব, বিচার কার্যের পাশাপাশি, নোমান উৎসবের মূল অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের সম্মানিত করবেন।’

এই প্রসঙ্গে নোমান রবিন বলেন, ‘নিঃসন্দেহে এটি একটি বিরাট সম্মান। বিচারক হিসেবে আমি কেমন করব, জানি না। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে নির্মিত চলচ্চিত্র দেখার সুযোগ হবে, এটি ভেবেই অনেক আনন্দ বোধ করছি। আমি টিজে ফারায়জি ও আলীকে ধন্যবাদ জানাই আমাকে সম্মানিত করার জন্য। আমি বিচারকের দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।