DailyBarishalerProhor.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

‘ফেবারিট’ বাংলাদেশের ম্যাচ দিয়ে সন্ধ্যায় শুরু বঙ্গমাতা গোল্ডকাপ

প্রকাশিত : এপ্রিল ২২, ২০১৯, ২১:০৯

‘ফেবারিট’ বাংলাদেশের ম্যাচ দিয়ে সন্ধ্যায় শুরু বঙ্গমাতা গোল্ডকাপ

বরিশালের প্রহর ডেস্ক !!  নারী ফুটবলের ফিফা র‌্যাংকিংয়ে সংযুক্ত আরব আমিরাত ৯৮ এবং বাংলাদেশ ১২৭। বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপে অন্য দেশগুলোর মধ্যে মঙ্গোলিয়া ১১৮ ও তাজিকিস্তান ১২৬। লাওস ও কিরগিজস্তান এখনো ফিফা র‌্যাংকিংয়ে নাম ওঠাতে পারেনি।

শক্তির মাপকাঠি যদি ফিফা র‌্যাংকিং হয় তাহলে বাংলাদেশের চেয়ে ২৯ ধাপ এগিয়ে এগিয়ে সংযুক্ত আরব আমিরাত। মধ্য প্রাচ্যের এ দেশটির বিপক্ষে ম্যাচ দিয়েই আজ (সোমবার) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে মেয়েদের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।

৬ জাতির দেশের মধ্যে যে চারটির ফিফা র‌্যাংকিং আছে তাদের মধ্যে নিচে বাংলাদেশ। তারপরও এ টুর্নামেন্টে বাংলাদেশই ফেবারিট। কারণ টুর্নামেন্টটা বয়সভিত্তিক। গত কয়েক বছর ধরে মেয়েদের বয়সভিত্তিক ফুটবলে দক্ষিণ এশিয়া ও এশিয়া অঞ্চলে ভালো পারফরম্যান্স বাংলাদেশের। তাই তো ঢাকার এ টুর্নামেন্ট খেলতে এসে ফিফা র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশগুলোও এক বাক্যে স্বীকার করছেন টুর্নামেন্টে স্বাগতিকরাই ফেবারিট।

বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতও যে শিরোপার দাবিদার তা রোববার হোটেল ইন্টার কন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে বলেছেন দেশটির কোচ ও অধিনায়ক। ‘কোন দল ফেবারিট তা মাঠেও বোঝা যাবে। যদি জানতে চান কারা ফেবারিট তাহলে আমার দলকেই এগিয়ে রাখবো’- আরব আমিরাতের কোচের এমন মন্তব্য চ্যালেঞ্জ জাগানিয়াই বটে।

বাকি ৪ বিদেশি দলের সব কোচই এক বাক্যে বলে গেছেন এই টুর্নামেন্টে বাংলাদেশ ফেবারিট। লাওস, তাজিকিস্তান, মঙ্গোলিয়া ও কিরগিজস্তানের মেয়েরা তো এখানে খেলতে আসতে পারাটাতেই বড় কিছু মনে করছেন। তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই ছিল বাফুফের প্রশংসা। মানে আমন্ত্রণ পাওয়াটাই তাদের কাছে বড় সম্মানের।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলটি আসলে জাতীয় দলই। সাবিনা খাতুন ছাড়া সবাই আছেন এই দলে। সে হিসেবে বাংলাদেশের দল নিয়ে আগ্রহটা বেশি মানুষের। সবার ধারণা শেষ পর্যন্ত ট্রফিটা রেখে দিতে পারবেন মৌসুমী-মারিয়ারাই।

তো বাংলাদেশ অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী কী নিজেদের ফেভারিট ভাবছেন? ‘সবাই আমাদের ফেবারিট বলে গেলেন। এটা আমাদের জন্য বড় পাওয়া। এখন আমাদের সেটা মাঠে প্রমাণ করতে হবে। সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে প্রথম ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে এগুতে চাই’- বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।