DailyBarishalerProhor.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদীকে মুখের ওপর ‘না’ বলেছিলেন সুষমা

প্রকাশিত : আগস্ট ০৭, ২০১৯, ২৩:১৩

মোদীকে মুখের ওপর ‘না’ বলেছিলেন সুষমা

আন্তর্জাতিকডেস্ক:ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির বর্ষীয়ান নেত্রী সুষমা স্বরাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে বুধবার (৭ আগস্ট) বিকেলে। মোদী সরকারের প্রথম আমলে পদের খাতিরে একাধিক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে৷ এবং তা খুব গুরুত্বপূ্র্ণ সামলেছেন তিনি।

সুষমা স্বরাজের স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আয়রন লেডি নামে পরিচিত সুষমা চিরকাল কাজের ক্ষেত্রে কোনও আপোষ করেননি৷ সেজন্য তাকে অপ্রিয় সত্য কথাও বলতে হয়েছে৷ তবে কখনও পিছপা হননি তিনি৷

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক আলাপচারিতায় সুষমা প্রসঙ্গে বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ তিনি বলেছিলেন কীভাবে সুষমা স্বরাজ জোর করে তাকে লিখিত ভাষণ পড়তে বাধ্য করেছিলেন দেশের স্বার্থে, নিয়মনীতির কথা মাথায় রেখে৷ অক্ষয় কুমারের সঙ্গে কথা বলার সময় মোদী তুলে আনেন ২০১৪ সালের একটি ঘটনার কথা৷

মোদী বলেন ২০১৪ সালর সেপ্টেম্বরে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন৷ সেখানে উপস্থিত ছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও৷ সেটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রসংঘে মোদীর প্রথম ভাষণ৷ স্মৃতির অতলে ডুব দিয়ে মোদী বলেন আমি অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম নিজের ভাষণ নিয়ে৷ ভেবেছিলাম না পড়াশুনা করে, কিছু না দেখে বা লিখেই ভাষণ দিতে পারব৷ যখন রাষ্ট্রসংঘে পৌঁছই, সেখানে উপস্থিত ছিলেন সুষমাজী৷ তিনি ভাষণের ফ্রেমওয়ার্কের কথা জিজ্ঞাসা করেন৷ তখন আমি বলি মাথায় সব রাখা আছে, সেখান থেকেই ভাষণ দেব৷ তা শুনে বেশ ক্ষুব্ধ হন সুষমাজী৷ তিনি বলেন, এটা নিয়ম নয়৷ আপনার এই সিদ্ধান্ত মানতে পারছি না৷ আপনাকে লিখিত ভাষণই পড়তে হবে৷

মোদী বলেন, তিনি সুষমাজীকে বোঝানোর চেষ্টা করেছিলেন৷ কিন্তু নিজের বক্তব্যে অনড় ছিলেন সুষমা৷ পরিষ্কার প্রধানমন্ত্রী মোদীকে জানিয়ে দেন “ইসমে আপকি নেহি চলেগি, আপকো মাননা হি পড়েগা”৷ মোদী বলেন এর থেকেই বোঝা যায় নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কতটা সচেতন ছিলেন সুষমা স্বরাজ৷ প্রায় ৩০ মিনিট ধরে তাদের দুজনের মধ্যে এই ইস্যুতে বাদানুবাদ চলে৷ অবশেষে মোদীকেই হার মানতে হয়৷

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় লিখিত ভাষণই পড়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷ পরে অবশ্য স্বীকার করেছিলেন, বেশ অসুবিধায় পড়তে হয়েছিল তাকে৷ এই সাক্ষাতকার দেখার পর মোদীকে ট্যুইট করেছিলেন সুষমা৷ জানিয়ে ছিলেন তার প্রসঙ্গ তোলায় আনন্দিত হয়েছেন তিনি৷ তবে বুধবার থেকে সবই চলে গেল ইতিহাসের পাতায়৷ স্মৃতি হয়েই থেকে গেলেন সুষমা৷

FacebookTwitter


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।