DailyBarishalerProhor.Com | logo

১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রীর কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত : আগস্ট ২৫, ২০১৯, ২০:৩৭

স্বরাষ্ট্রমন্ত্রীর কোরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বিশেষ প্রতিনিধি, মমতাজ করিমঃ- সিউলের হ্যামিল্টন হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল ও কোরিয়া -বাংলাদেশ চেম্বার অব কমার্স এর মধ্য এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ আগস্ট ২০১৯ সিউলের মনোরম সন্ধ্যায় দু’দেশের বিশিষ্ট জনের মধ্য আলোচনায় বাংলাদেশ কোরিয়ার অনেক দ্বিপাক্ষিক বিষয়ে উঠে আসে। আলোচনায় কোরিয়া ও বাংলাদেশের মধ্য ব্যবসায় সম্প্রসারণ, বাংলাদেশে বিদেশি বিশেষ করে কোরিয়ার ব্যবসায়ীদের বিশেষ সুবিধা প্রদান সংক্রান্ত বিষয় স্থান পায় ৷ তারা বাংলাদেশ দূতাবাসেও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে প্রশ্ন-উত্তর পর্বে অংশ গ্রহণ করেন এবং সমাধান বিষয়ে কি করনীয় তার জবাব দেন। কিছু সমস্যা তাৎক্ষনিকভাবে সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন।

মাননীয় মন্ত্রী বলেন, দেশ এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিছু সমস্যা আছে যার সমাধানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে যেন বিদেশীরা নির্বিঘ্নে কাজ করতে পারে তার নিশ্চয়তা আমার দপ্তর কাজ করছে৷ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যবসায়ী বিদেশীদের নিরাপত্তায় বিশেষ জোর দিয়ে থাকেন।

তিনি উপস্থিত কোরিয়ার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা নির্বিঘ্নে বাংলাদেশে বিনিয়োগ করুন। নিরাপত্তাজনিত যে কোন সমস্যায় আমার সাথে আমার অফিসের সাথে সরাসরি কথা বলুন। সমস্যা সমাধানের যথাযথ কার্যক্রম হাতে নেয়া হবে।

আলোচনায় সভাপতিত্ব করেন কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি ড: উ সাং মিন ও পরিচালনা করেন কেবিসিসি এর সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক রানা । উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব হারুন অর রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব জনাব শওকত আলি, পাসপোর্ট ও ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর তাওহিদুল ইসলাম, কোরিয়ার বিখ্যাত রোড ব্লকিং সিকিউরিটি কোম্পানী ডি এস এর সিইও মি. লি উন উ, কেবিসিসির ভাইস প্রেসিডন্ট মিস জন গুম বুন, প্রধান উপদেষ্টা মি. ও গিয়ং ইন ,ডাইরেক্টর মি. ইয়ংজু, ফরেন ফুড লিমিটেড এর সিইও মি. কিম সিরাজি রবিন সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য গত ১৭ আগস্ট ২০১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি টিম ব্যাক্তিগত সফরে দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেন। সফরকালীন সময়ে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি জনাব মেজর সোহেল ছাড়াও অন্যান্য সরকারি কর্মকর্তা তার সাথে ছিলেন৷


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয় প্রধান কার্যালয়

মারীয়া কমপ্লেক্স, কাশিপুর বাজার, বরিশাল ।

মোবাইলঃ ০১৭১৬৬০৫৯৭১, ০১৫১১০৩৬৮০৯,০১৯১১১৭০৮৮৪

মেইলঃ barishalerprohor.news.bd@gmail.com

সামাজিক যোগাযোগ
Web Design & Developed By
ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক

প্রতিষ্ঠাতা :
মোঃ নাছিম শরীফ


উপদেষ্টা: খালিদ মাহমুদ

মেইলঃ barishaler.prohor@yahoo.com
  • মোবাইলঃ ০১৭১১০৩৬৮০৯, ০১৯১৯০৩৬৮০৯
    • সম্পাদক ও প্রকাশক : নাজমুন নাহার
    • ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ রাসেল আকন
    • নির্বাহী সম্পাদক: কাজী সজল
    • বার্তা প্রধানঃ মোঃ আল আমিন হোসেন
    ডেইলি বরিশালের প্রহর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।