বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলায় মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের ৮ নং ওয়ার্ড কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ এ উপলক্ষে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের হিজলারপুল এলাকায়। কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সাখাওয়াত আকনকে সভাপতি এবং মোহাম্মদ ইলিয়াস সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। নতুন এই কমিটির মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু। এছাড়াও অনুষ্ঠানে মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জুয়েল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির গাজীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির তালিকা মাধবপাশা ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মোঃ জুয়েল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির গাজী এবং সদস্য সচিব মোঃ মোস্তফার স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয়। এতে দলের শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করা সম্ভব হবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করলে শ্রমিক দলের আন্দোলন ও কর্মসূচি আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
কমিটি গঠন শেষে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই নতুন কমিটির সফলতা কামনা করেন।
‘খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শোক’
প্রতিষ্ঠাতা: মোঃ আল-আমিন,বাবুগঞ্জঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো।......বিস্তারিত
