মোঃ আল-আমিন,বাবুগঞ্জঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো। জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নেই।
তাঁর মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলার নেমে এসেছে শোকের ছায়া। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা বিএনপি,উপজেলা যুবদল,উপজেলা শ্রমিকদল,উপজেলা স্বেচ্ছাসেবক দল,
উপজেলা ছাত্রদল।
শোক বার্তায় বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান ও সদস্য সচিব ওহিদুল ইসলাম প্রিন্স বলেন “বেগম খালেদা জিয়া ছিলেন রাজপথের লড়াকু নেত্রী। তাঁর মৃত্যুতে আমরা একজন আদর্শিক অভিভাবককে হারালাম। তিনি আমাদের অনুপ্রেরণা ছিলেন, চিরকাল থাকবেন। তাঁর এই শূন্যতা কখনো পূরণ হবার নয়।
বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান রাকিব, সদস্য সচিব ওবায়দুল হক ও সিনিয়র যুগ্না আহ্বায়ক রকিবুল ইসলাম রাফিল বলেন, জীবন বাজি রেখে রাজনীতি করেছেন আমাদের নেত্রী খালেদা জিয়া। কিন্তু কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করেননি। এমন নেত্রীর অভাব অপূরণীয়। আমরা তার আদর্শ ধারন কওে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মিজানুর রহমান মিন্টু বলেন, বেগম খালেদা জিয়া আমাদের কাছে শুধু একজন রাজনীতিক নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক, যিনি দলের প্রতিটি নেতা-কর্মীকে ভালোবাসতেন পরিবারের সদস্যের মতো করে। তাঁর নেতৃত্ব, ত্যাগ, আদর্শ এবং দেশপ্রেম আমাদের পথ চলার প্রেরণা হয়ে থাকবে।
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ ও সিনিয়র যুগ্না আহ্বায়ক খান মোঃ জসিম উদ্দিন বলেন, আমাদের নেত্রী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন। তাঁর অভাব কখনো পূরণ হবার নয়। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন খালেদা জিয়ার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে।
বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন ও সদস্য সচিব আরাফাত মৃধা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী ও প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে হারালো। তাঁর অবদান আমরা চিরকাল হৃদয়ে ধারণ কওে রাজনীতি করবো।
‘খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শোক’
প্রতিষ্ঠাতা: মোঃ আল-আমিন,বাবুগঞ্জঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো।......বিস্তারিত
