বাবুগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে চাঁদপাশা ইউনিয়নের কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই ঘোষণার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ঘোষিত কমিটিতে আলমগীর হোসেন বাদশাকে আহ্বায়ক, মোঃ ফারুক হোসেনকে যুগ্ম আহ্বায়ক এবং কামাল হোসেন খানকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। নবগঠিত এই কমিটির মাধ্যমে চাঁদপাশা ইউনিয়নের তাঁতী শ্রমিক ও তাঁত শিল্পের সঙ্গে জড়িত মানুষের অধিকার আদায়ে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।
কমিটি ঘোষণার পত্রটি বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের আহ্বায়ক মোঃ সোহাগ ও সদস্য সচিব শহিদুল ইসলাম মৃধা স্বাক্ষরিত অফিসিয়াল প্যাডে প্রকাশ করা হয়। এতে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠন পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা তাঁতীদলের নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে ইউনিয়ন কমিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন কমিটি সক্রিয়ভাবে কাজ করলে দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে জাতীয়তাবাদী আন্দোলনে বাবুগঞ্জ উপজেলার তাঁতী সমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
স্থানীয় নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন এবং এলাকার তাঁতী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার থাকবেন।
‘খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শোক’
প্রতিষ্ঠাতা: মোঃ আল-আমিন,বাবুগঞ্জঃ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটলো।......বিস্তারিত
